শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৪১
নামাযের অধ্যায়
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪১। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ) .... আমর ইবন হারিস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবুয যুবাইর মক্কী (রাহঃ) তাঁকে খবর দিয়েছেন যে, তিনি জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট প্রবেশ করেছেন আর তিনি এক কাপড় পেঁচিয়ে সালাত আদায় করছিলেন অথচ তাঁর কাপড়গুলো তাঁর নিকটেই ছিল। তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, আমি এরূপ এজন্য করেছি যেন তোমরা দেখে নিতে পার। অবশ্যই আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এমনটি করতে দেখেছি।
كتاب الصلاة
2241 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، قَالَ: حَدَّثَنِي إِدْرِيسُ بْنُ يَحْيَى، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ، أَخْبَرَهُ: أَنَّهُ، دَخَلَ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يُصَلِّي مُلْتَحِفًا بِثَوْبِهِ , وَثِيَابُهُ قَرِيبَةٌ مِنْهُ , ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ: «إِنَّمَا صَنَعْتُ هَذَا لِكَيْمَا تَرَوْا , وَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ذَلِكَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২২৪১ | মুসলিম বাংলা