শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৩৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৯। রবি'উল জীযী (রাহঃ) ….. আম্মার ইবন ইয়াসীর (রাযিঃ)-এর পুত্র থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার পিতা (আম্মার) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক কাপড় পেঁচিয়ে আমাদের ইমামতি করেছেন।
2239 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَامِعٍ، يُحَدِّثُ عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، عَنِ ابْنٍ لَعَمَّارَ بْنِ يَاسِرٍ، قَالَ: قَالَ أَبَيِ: «أَمَّنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ وَاحِدٍ , مُتَوَشِّحًا بِهِ»
