শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২০৭
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২২০৭। আবু বাকরা (রাহঃ) ….. আবু উসমান আন নাহদী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) ফজরের সালাত আদায় করছেন এমতাবস্থায় আমরা দু'রাক'আত (সুন্নত) না পড়ে তাঁর নিকট আসতাম। তখন আমরা মসজিদের পিছনের দিকে গিয়ে দু'রাক'আত (সুন্নত) আদায় করতাম, অরপর লোকদের সাথে সালাতে (জামা'আতে) শরীক হতাম।
2207 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: «كُنَّا نَأْتِي عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَبْلَ أَنْ نُصَلِّيَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ , وَهُوَ فِي الصَّلَاةِ , فَنُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي آخِرِ الْمَسْجِدِ , ثُمَّ نَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي صَلَاتِهِمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান