শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৯১
আন্তর্জাতিক নং: ২১৯২
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২১৯১-২১৯২। আবু যুরআ' আব্দুর রহমান ইবন আমর (রাহঃ) ..... 'উমর ইবন আতা ইবন আবুল খুয়ার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে একবার নাফি' ইবন জুবাইর (রাহঃ) তাঁকে সায়িব ইবন ইয়াযিদের নিকট প্রেরণ করলেন, যেন তিনি আমীর মু'আবিয়া (রাযিঃ) থেকে জুমু'আর পর সালাত সম্পর্কে কি শুনেছেন এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করেন। তিনি বললেন, আমি মু'আবিয়া (রাযিঃ)-এর সাথে একটি প্রশস্ত কামরায় (জামে মসজিদের আভ্যন্তরীণ অংশে) জুমু'আর সালাত আদায় করলাম। সালাত শেষে আমি নফল পড়তে দাঁড়ালাম। তখন তিনি আমার কাপড় টেনে ধরলেন। তিনি বললেন, সামনে না গিয়ে অথবা কথা না বলে এরূপ (নফল সালাত আদায়) করনা। কারণ, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই নির্দেশ দিতেন।

ইবন মারযূক (রাহঃ) ...... ইবন জুরাইজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
2191 - حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا أَبُو الْأَشْهَبِ هَوْذَةُ بْنُ خَلِيفَةَ الْبَكْرَاوِيُّ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ عُمَرَ بْنِ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ، أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ بْنِ يَزِيدَ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ مُعَاوِيَةَ فِي الصَّلَاةِ بَعْدَ الْجُمُعَةِ؟ فَقَالَ: صَلَّيْتُ مَعَ مُعَاوِيَةَ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ , فَلَمَّا فَرَغْتُ قُمْتُ لِأَتَطَوَّعَ , فَأَخَذَ بِثَوْبِي فَقَالَ: «لَا تَفْعَلْ حَتَّى تَقَدَّمَ أَوْ تُكَلِّمَ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِذَلِكَ»

2192 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৯১ | মুসলিম বাংলা