শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৭০
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৭০। ইবন মারযূক (রাহঃ) ..... তাওবা আল-আম্বরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, শা'বী (রাহঃ) বললেনঃ বলতো, ইমাম (হুজরা থেকে) বেরিয়ে আসার পর হাসান বসরী (রাহঃ) মসজিদে এলে যে সালাত আদায় করেন, এটি তিনি কার কাছ থেকে গ্রহণ করেছেন ? আমি শুরায়হ (রাহঃ)-কে দেখেছি, ইমাম বের হবার পর তিনি আসলে সালাত আদায় করতেন না।
2170 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ: قَالَ الشَّعْبِيُّ: «أَرَأَيْتَ الْحَسَنَ حِينَ يَجِيءُ , وَقَدْ خَرَجَ الْإِمَامُ فَيُصَلِّي , عَمَّنْ أَخَذَ هَذَا؟ لَقَدْ رَأَيْتُ شُرَيْحًا إِذَا جَاءَ , وَقَدْ خَرَجَ الْإِمَامُ لَمْ يُصَلِّ»
