শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৫০
আন্তর্জাতিক নং: ২১৫১
৫১. জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৫০-২১৫১। রবী' আল মু’আযযিন (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, জুমু'আর দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বরের উপর বসা, এমতাবস্থায় সুলাইক আল-গাতফানী (রাযিঃ) এসে সালাত আদায় না করে বসে পড়লেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন, তুমি কি দু'রাক'আত সালাত আদায় করেছ? তিনি উত্তর দিলেন, জ্বী না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন, দাঁড়িয়ে দু'রাক'আত (সালাত) আদায় করে নাও।

ইবন আবু দাউদ (রাহঃ) ….. জাবির (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু'আর দিন খুতবা দানকালে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন।

ইবনে মারযূক (রাহঃ).....জাবির (রাযিঃ) সূত্রে অনুরুপ বর্ণনা করেন।
بَابٌ الرَّجُلُ يَدْخُلُ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ هَلْ يَنْبَغِي لَهُ أَنْ يَرْكَعَ أَمْ لَا؟
2150 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ فِي يَوْمَ الْجُمُعَةِ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ , فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ , فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» أَرَكَعْتَ رَكْعَتَيْنِ " قَالَ: لَا قَالَ: «قُمْ فَارْكَعْهُمَا»

2151 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا، دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ , وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ " , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

- حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ , فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৫০ | মুসলিম বাংলা