শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৪৩
আন্তর্জাতিক নং: ২১৪৪
কেউ ঘরে সালাত আদায় করে মসজিদে এসে লোকদের (জামাআতে) সালাতরত দেখলে
২১৪৩-২১৪৪। আবু বাকরা …… আবু যার (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার অন্তরং্গ বন্ধু রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ওসিয়ত করেছেন যেন নির্ধারিত সময়ে সালাত আদায় করি। তিনি আমাকে আরো বলেছেন, তুমি যদি তোমার ইমামকে তোমার পূর্বে সালাত আদায়কারী পাও তাহলে তোমার সালাত তোমার জন্য যথেষ্ট। অন্যথায় এটি হবে (ইমামের সাথে সালাত) তোমার জন্য নফল।
2143 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جُرَيْجٍ، ح

2144 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَا: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُصَلِّيَ الصَّلَاةَ لِوَقْتِهَا , وَإِنْ أَدْرَكْتَ الْإِمَامَ , وَقَدْ سَبَقَكَ , فَقَدْ أَجْزَتْكَ صَلَاتُكَ , وَإِلَّا فَهِيَ لَكَ نَافِلَةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৪৩ | মুসলিম বাংলা