শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৩৭
নামাযের অধ্যায়
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১৩৭। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ….. ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, সূরা হাজ্জের সিজদা সম্পর্কে তিনি বলেছেন, প্রথমটি হচ্ছে আযীমত (আবশ্যিক) আর দ্বিতীয়টি হচ্ছে তা'লীম (শিক্ষামূলক)।
ইবন আব্বাস (রাযিঃ) বলছেন, এটি আমরা গ্রহণ করছি। এ পরিচ্ছেদে আমাদের যেসব মতের স্বপক্ষে হাদীস রয়েছে, সেগুলো সব আবু হানীফা (রাহঃ), আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এর উক্তি ও মাযহাব।
ইবন আব্বাস (রাযিঃ) বলছেন, এটি আমরা গ্রহণ করছি। এ পরিচ্ছেদে আমাদের যেসব মতের স্বপক্ষে হাদীস রয়েছে, সেগুলো সব আবু হানীফা (রাহঃ), আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এর উক্তি ও মাযহাব।
كتاب الصلاة
2137 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْأَعْلَى الثَّعْلَبِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ فِي سُجُودِ الْحَجِّ الْأَوَّلُ عَزِيمَةٌ وَالْآخَرُ تَعْلِيمٌ " فَبِقَوْلِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا هَذَا نَأْخُذُ. وَجَمِيعُ مَا ذَهَبْنَا إِلَيْهِ فِي هَذَا الْبَابِ مِمَّا جَاءَتْ بِهِ الْآثَارُ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى