শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১১৭
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১১৭। ইবন খুযায়মা (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) আবু সালামা ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে সূরা ইনশিকাকে সিজদারত অবস্থায় দেখেছেন। তারপর আবু সালামা বলেন, সালাত শেষে আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বললাম, আপনি এরূপ একটি সূরাতে সিজদা করেছেন, যাতে সিজদা করতে আমি লোকদেরকে দেখেনি। উত্তরে তিনি বললেন, আমি যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাতে সিজদা করতে না দেখতাম তবে সিজদা করতাম না।
2117 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، وَفَهْدٌ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَهُوَ يَسْجُدُ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَقَالَ أَبُو سَلَمَةَ: فَقُلْتُ لَهُ حِينَ انْصَرَفَ سَجَدْتُ فِي سُورَةٍ , مَا رَأَيْتُ النَّاسَ يَسْجُدُونَ فِيهَا. فَقَالَ: «لَوْ لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا لَمْ أَسْجُدْ»
