শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১০৯
আন্তর্জাতিক নং: ২১১১
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১০৯-২১১১। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) ..... আবু রাফি (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মদীনাতে আমি আবু হুরায়রা (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি সূরা ইনশিকাক তিলাওয়াত করে সিজদা করেছেন। তাঁর সালাত শেষ হবার পর আমি তাঁর সাথে সাক্ষাত করে জিজ্ঞেস করলাম, আপনি সূরা ইনশিকাকে সিজদা করেন? উত্তরে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাতে সিজদা করতে দেখেছি। অতএব আমি তা কখনো পরিত্যাগ করব না।

আবু বাকরা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি তাঁর উক্তি (অতএব তা আমি কখনো পরিত্যাগ করব না) বাক্যটি উল্লেখ করেননি।

আবু বাকরা (রাহঃ) ….. আবু রাফে (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন। তারপর এ বাক্যটি অতিরিক্ত উল্লেখ করেছেন অতএব তাঁর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত (আমৃত্যু) আমি তা পরিত্যাগ করব না।
2109 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ بِالْمَدِينَةِ , فَقَرَأَ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا , فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ لَقِيتُهُ , فَقُلْتُ: أَتَسْجُدُ فِيهَا؟ فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا , فَلَنْ أَدَعَ ذَلِكَ»

2110 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا حَمَّادٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ زَيْدٍ، قَالَ: ثنا أَبُو رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَهُ «فَلَنْ أَدَعَ ذَلِكَ أَبَدًا»

2111 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَرْوَانَ الْأَصْفَرِ، حَدَّثَهُ , عَنْ أَبِي رَافِعٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَزَادَ «فَلَنْ أَدَعَ ذَلِكَ حَتَّى أَلْقَاهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১০৯ | মুসলিম বাংলা