আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪৬১৩
আন্তর্জাতিক নং: ৪৯৭৩
২৫১৩. আল্লাহর বাণীঃ سيصلى نارا ذات لهب "অচিরে সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে।" (১১১ঃ ৩)
অনুচ্ছেদঃ ২৬১৪. আল্লাহর বাণীঃ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ″এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করবে″ (১১১ঃ ৪)
মুজাহিদ (রাহঃ) বলেন, حَمَّالَةَ الْحَطَبِ মানে এমন মহিলা যে পরনিন্দা করে বেড়ায়।
فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ মানে তার গলদেশে থাকবে পাকানো দড়ি। مَسَدٍ বলা হয় পাকানো মোটা শক্ত দড়ি।
(কারো কারো মতে) এর দ্বারা দোযখের ঐ শৃঙ্খলকে বোঝানো হয়েছে, যা তার গলদেশে লাগানো হবে।
অনুচ্ছেদঃ ২৬১৪. আল্লাহর বাণীঃ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ″এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করবে″ (১১১ঃ ৪)
মুজাহিদ (রাহঃ) বলেন, حَمَّالَةَ الْحَطَبِ মানে এমন মহিলা যে পরনিন্দা করে বেড়ায়।
فِيْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ মানে তার গলদেশে থাকবে পাকানো দড়ি। مَسَدٍ বলা হয় পাকানো মোটা শক্ত দড়ি।
(কারো কারো মতে) এর দ্বারা দোযখের ঐ শৃঙ্খলকে বোঝানো হয়েছে, যা তার গলদেশে লাগানো হবে।
৪৬১৩। উমর ইবনে হাফস (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু লাহাব, রাসূল (ﷺ) কে বললো, তোমার ধ্বংস হোক, তুমি কি এ জন্যই আমাদেরকে একত্রিত করেছ? তখন تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ সূরাটি নাযিল হল।
بَابُ قَوْلِهِ: {سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ} [المسد: 3]
بَاب قَوْلِهِ وَامْرَأَتُهُ حَمَّالَةُ الْحَطَبِ وَقَالَ مُجَاهِدٌ حَمَّالَةُ الْحَطَبِ تَمْشِي بِالنَّمِيمَةِ فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ يُقَالُ مِنْ مَسَدٍ لِيفِ الْمُقْلِ هِيَ السِّلْسِلَةُ الَّتِي فِي النَّارِ
بَاب قَوْلِهِ وَامْرَأَتُهُ حَمَّالَةُ الْحَطَبِ وَقَالَ مُجَاهِدٌ حَمَّالَةُ الْحَطَبِ تَمْشِي بِالنَّمِيمَةِ فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ يُقَالُ مِنْ مَسَدٍ لِيفِ الْمُقْلِ هِيَ السِّلْسِلَةُ الَّتِي فِي النَّارِ
4973 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، أَلِهَذَا جَمَعْتَنَا؟ " فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1] إِلَى آخِرِهَا "
