শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১০০
আন্তর্জাতিক নং: ২১০১
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১০০-২১০১। ইবন মারযূক (রাহঃ) ..... ইসহাক ইবন সুয়াইদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, একবার নাফি' (রাহঃ)-কে জিজ্ঞেস করা হল, ইব্ন উমর (রাযিঃ) কি সূরা হজ্জে (২২) দুই সিজ্দা করতেন ? তিনি বললন, ইবন উমর (রাযিঃ) সূরা হজ্জের (সিজদা) না পড়ে ইনতিকাল করেছেন। তবে তিনি সূরা আন-নাজ্‌ম এবং ইকরা বিসমি রাব্বিকাতে সিজদা করতেন।

আবু বাকরা (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সূরা আন নাজমে সিজদা করতেন।
2100 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ إِسْحَاقَ بْنِ سُوَيْدٍ، قَالَ: سُئِلَ نَافِعٌ: أَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَسْجُدُ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ؟ قَالَ: «مَاتَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَلَمْ يَقْرَأْهَا , وَلَكِنَّهُ كَانَ يَسْجُدُ فِي» النَّجْمِ «, وَفِي» اقْرَأْ بِاسْمِ رَبِّكَ "

2101 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّهُ كَانَ يَسْجُدُ فِي النَّجْمِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১০০ | মুসলিম বাংলা