শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৯৭
আন্তর্জাতিক নং: ২০৯৮
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৯৭-২০৯৮। ইউনুস (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর (রাযিঃ)-কে ফজরের সালাতে সূরা আন-নাজ্মে সিজদা করতে দেখেছি তারপর তিনি অন্য সূরা শুরু করেছেন।

ইবন মারযূক (রাহঃ) ..... আবৃ হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর (রাযিঃ) আমাদের নিয়ে সালাত আদায় করেছেন। তিনি সূরা আন-নাজম পড়ে সিজদা করেছেন।
2097 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْتُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ يَسْجُدُ فِي النَّجْمِ فِي صَلَاةِ الصُّبْحِ , ثُمَّ اسْتَفْتَحَ فِي سُورَةٍ أُخْرَى»

2098 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أنا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّى بِنَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ فَقَرَأَ النَّجْمَ , فَسَجَدَ فِيهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান