শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৮৯
আন্তর্জাতিক নং: ২০৯০
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৮৯-২০৯০। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) ..... আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) মক্কাতে আমাদের নিয়ে ফজরে সালাত আদায় করলেন। দ্বিতীয় রাক'আতে সূরা 'আন-নাজম' পড়ে তিনি সিজদা করলেন। তারপর দাঁড়িয়ে তিনি 'ইয়া যুলযিলাত' তিলাওয়াত করলেন।
আবু বাকরা (রাহঃ) ..... ইবরাহীম তাইমী-এর পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। এ হাদীসের শব্দগুলো রাওহ নামক বর্ণনাকারীর।
আবু বাকরা (রাহঃ) ..... ইবরাহীম তাইমী-এর পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। এ হাদীসের শব্দগুলো রাওহ নামক বর্ণনাকারীর।
2089 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: " صَلَّى بِنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ الْفَجْرَ بِمَكَّةَ , فَقَرَأَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ بِ النَّجْمِ , ثُمَّ سَجَدَ , ثُمَّ قَامَ فَقَرَأَ: إِذَا زُلْزِلَتْ "
2090 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ وَوَهْبٌ , وَرَوْحٌ , قَالُوا: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا الْحَكَمُ، أَنَّهُ سَمِعَ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرَ مِثْلَهُ , وَاللَّفْظُ لِرَوْحٍ
2090 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ وَوَهْبٌ , وَرَوْحٌ , قَالُوا: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا الْحَكَمُ، أَنَّهُ سَمِعَ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرَ مِثْلَهُ , وَاللَّفْظُ لِرَوْحٍ
