শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৭৬
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৭৬। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. ইবন উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা আন-নাজম তিলাওয়াত করলেন এবং সিজদা করলেন। তাঁর সাথে মুসলমান ও মুশরিকরা সিজদা করলেন। এমন কি একজন আরেক জনের উপর সিজদা করেছে। আর এক ব্যক্তি নিজ হাতের তালুতে চেহারার নিকট কিছু উত্তোলন করে তার উপর সিজদা করেছে।
2076 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو مُصْعَبٍ الزُّهْرِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ بِ النَّجْمِ فَسَجَدَ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ حَتَّى سَجَدَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ , وَحَتَّى سَجَدَ الرَّجُلُ عَلَى شَيْءٍ رَفَعَهُ إِلَى وَجْهِهِ بِكَفِّهِ»
