শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৫৫
আন্তর্জাতিক নং: ১৯৫৮
সূর্যগ্রহণের সালাতে কিরা’আতে কিরূপ হবে ?
১৯৫৫-১৯৫৮। ইব্‌ন মারযূক (রাহঃ) ও হুসাইন ইব্‌ন নাস্‌র (রাহঃ) … সামূরা ইব্‌ন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (স) সূর্যগ্রহণের সালাত আমাদের ইমামতি করলেন । আমরা তাঁর কোন আওয়ায শ্রবণ করিনি ।


হুসাইন ইব্‌ন নাস্‌র (রাহঃ) … সামুরা-ইব্‌ন জুনদুব (রাযিঃ) সূত্রে বলেছেন রাসূলুল্লাহ্‌ (স) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করছেন
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ উপরোক্ত হাদীসসমুহে যা বর্ণিত হয়েছে, একদল আলিমগণের মত তাই।
তাঁরা বলেন, সুর্যগ্রহণের সালাত এরূপই। তাতে উচ্চস্বরে কিরা’আত পড়া যাবে না। কারণ এটা তো দিনের সালাত। যারা এ মাযহাব গ্রহণ করেছেন, তাদের একজন হলেন- (ইমাম) আবু হানীফা (রাহঃ)। অন্যরা এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেনঃ সূর্যগ্রহণের সালাত কিরা’আত জোরে পড়বে। এ ব্যাপারে তাঁদের সপক্ষে প্রমাণ হতে পারে-এই যে, হয়ত ইব্‌ন আব্বাস (রাযিঃ) ও সামূরা (রাযিঃ) দূরবর্তী হওয়ার কারণে বলেছেন –এর কিরা’আত এক অক্ষরও শ্রবণ করেননি । অথচ বাস্তবে রাসূলুল্লাহ্‌ (স) কিরা’আত জোরে-ই পড়েছেন।
অতএব উপরোক্ত রিওয়ায়াত জোরে কিরা’আতকে অস্বীকার করেনি। কারণ অন্য বিওয়ায়াতের উচ্চস্বরে রাসূলুল্লাহ্‌ (স) এর কিরা’আত পড়ার কথা বর্ণিত হয়েছে নিম্নোক্ত। রিওয়ায়াতসমূহ এর প্রমাণঃ
1955 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، ح [ص:333]

1956 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ عَبَّادٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْكُسُوفِ لَا نَسْمَعُ لَهُ صَوْتًا»

1957 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ عَبَّادٍ، رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الْقَيْسِ , عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

1958 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ ثَعْلَبَةَ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ فَقَالُوا: هَكَذَا صَلَاةُ الْكُسُوفِ لَا يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ لِأَنَّهَا مِنْ صَلَاةِ النَّهَارِ. وَمِمَّنْ ذَهَبَ إِلَى ذَلِكَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ , وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ابْنُ عَبَّاسٍ وَسَمُرَةُ رَضِيَ اللهُ عَنْهُمَا لَمْ يَسْمَعَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاتِهِ تِلْكَ حَرْفًا , وَقَدْ جَهَرَ فِيهَا لِبُعْدِهِمَا مِنْهُ. فَهَذَا لَا يَنْفِي الْجَهْرَ ; إِذْ كَانَ قَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ قَدْ جَهَرَ فِيهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯৫৫ | মুসলিম বাংলা