শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯২৯
আন্তর্জাতিক নং: ১৯৩১
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৯-১৯৩১। রবী' উল-মু'আযযিন (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময়ে সূর্যগ্রহণ হয়েছিল। তিনি লোকজন নিয়ে সালাতে দাঁড়ালেন। (দণ্ডায়মান অবস্থায় দীর্ঘক্ষণ থাকলেন) যেন রুকূই করবেন না। তারপর রুকূ করলেন। কিন্তু রুকূ থেকেও যেন মাথা উত্তোলন করবেন না। তারপর মাথা উত্তোলন করলেন। কিন্তু দাঁড়ানো থেকে যেন সিজদায় যাবেন না। তারপর সিজদা করলেন, কিন্তু সিজদা থেকে যেন মাথা উত্তোলন করবেন না। দ্বিতীয় রাক'আতেও অনুরূপ করলেন। যখন সূর্যের আলোর পূর্ণ বিকাশ ঘটল তখন তিনি সিজদা থেকে মাথা তুললেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. হাম্মাদ (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আবু বাকরা (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. হাম্মাদ (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
আবু বাকরা (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1929 - وَاخْتَلَفُوا فِي ذَلِكَ لِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , عَنْ أَبِيهِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: «كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ بِالنَّاسِ، فَلَمْ يَكَدْ يَرْكَعُ , ثُمَّ رَكَعَ , فَلَمْ يَكَدْ يَرْفَعُ , ثُمَّ رَفَعَ , فَلَمْ يَكَدْ يَسْجُدُ , ثُمَّ سَجَدَ , فَلَمْ يَكَدْ يَرْفَعُ. وَفَعَلَ فِي الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَرَفَعَ رَأْسَهُ وَقَدْ أَمْحَصَتِ الشَّمْسُ» .
1930 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا الْحَجَّاجُ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
1931 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
1930 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا الْحَجَّاجُ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ.
1931 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ