শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯২৬
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৬। আহমদ ইবনুল হাসান আল-কূফী (রাহঃ) জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, যেদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাহেবযাদা ইবরাহীম (রাযিঃ)-এর ইন্তিকাল হল সেদিন সূর্যগ্রহণ লেগেছিল । ফলে রাসূলুল্লাহ্ (ﷺ) লোকজন নিয়ে সালাত আদায় করলেন। তারপর বর্ণনাকারী রাবী ...... আসাদ সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। জাবির (রাযিঃ)-এর হাদীসে তিনি অতিরিক্ত এ অংশটুকুও বর্ণনা করেছন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তা'আলার নিদর্শনাবলীর মধ্য থেকে দু'টি নিদর্শন। চন্দ্র-সূর্যগ্রহণ কারো মৃত্যু বা হায়াতের (জন্মের) কারণে হয় না। যখন তোমরা এরূপ কিছু প্রত্যক্ষ করবে তখন তোমরা পূর্ণ আলোর বিকাশ না হওয়া পর্যন্ত সালাত পড়বে।
তাঁরা বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইন্তিকালের পর ইবন আব্বাস (রাযিঃ) ও অনুরূপ করেছেন। এ বিষয়ে তাঁরা হাদীস বর্ণনা করেছেনঃ
তাঁরা বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইন্তিকালের পর ইবন আব্বাস (রাযিঃ) ও অনুরূপ করেছেন। এ বিষয়ে তাঁরা হাদীস বর্ণনা করেছেনঃ
كتاب الصلاة
1926 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْكُوفِيُّ، قَالَ: ثنا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ «أَنَّ الشَّمْسَ انْكَسَفَتْ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ بْنُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِالنَّاسِ» , - فَذَكَرَ مِثْلَ حَدِيثِ رَبِيعٍ , عَنْ أَسَدٍ وَزَادَ - أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ , فَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ» قَالُوا: وَقَدْ فَعَلَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَ هَذَا بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ