আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮
৩৬. অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা
ইবরাহীম তায়মী (রাহঃ) বলেনঃ আমার আমলের সাথে যখন আমার কথার তুলনা করি, তখন আশঙ্কা হয়, আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলায়কা (রাহঃ) বলেন, আমি নবী করীম (ﷺ) এর এমন ত্রিশজন সাহাবীকে পেয়েছি, যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তাঁরা কেউ এ কথা বলতেন না যে, তিনি জিবরাঈল (আলাইহিস সালাম) ও মীকাঈল (আলাইহিস সালাম) এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরী (রাহঃ) থেকে বর্ণিত, নিফাকের ভয় মু’মিনই করে থাকে। আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তাআলা বলেনঃ (وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ) এবং তাঁরা (মুত্তাকিরা) যা করে ফেলে, জেনে শুনে তাঁর (গুনাহর) পুনরাবৃত্তি করে না (৩ঃ ১৩৫)
৪৬। মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) ......... যুবায়দ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবু ওয়াইল (রাহঃ)-কে মুরজিআ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, আব্দুল্লাহ (ইবনে মাসউদ) রাযিঃ আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেছেনঃ মুসলিমকে গালি দেওয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন