শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯১৩
নামাযের অধ্যায়
ইস্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ?
১৯১৩। ইবন মারযূক (রাহঃ) ..... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আব্দুল্লাহ্ ইবন ইয়াযিদ (রাযিঃ) কুফা (শহরে) ইস্তিস্কার সালাত পড়ার জন্য বের হন এবং তিনি দু'রাক'আত সালাত আদায় করেন।
كتاب الصلاة
1913 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: «خَرَجَ عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ يَسْتَسْقِي بِالْكُوفَةِ فَصَلَّى رَكْعَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান