শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৯১
নামাযের অধ্যায়
৩৮. ইস্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ?
১৮৯১। আব্দুর রহমান ইবন জারূদ (রাহঃ) ..... শুরাইক ইবন আব্দুল্লাহ্ ইবন আবু নামির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আনাস ইবন মালিক (রাযিঃ)-কে উল্লেখ করতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়িয়ে জুমু'আ'র খুতবা দিচ্ছিলেন, (এমন সময়) জনৈক ব্যক্তি মিম্বরের সম্মুখে অবস্থিত দরজা দিয়ে মজিদে প্রবেশ করে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সম্মুখে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, সম্পদরাজি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর নিকট দু'আ করুন, যেন তিনি আমাদের উপর বৃষ্টিবর্ষণ করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) দু'হাত উঠিয়ে এ বলে দু'আ করলেন, হে আল্লাহ্! আমাদের জন্য বৃষ্টি বর্ষণ কর। আনাস (রাযিঃ) বলেন, আল্লাহর কসম, আমরা আকাশে কোন মেঘ বা মেঘখণ্ড দেখতে পাচ্ছিলাম না এবং সাল্‌আ পাহাড় ও আমাদের মাঝখানে কোন বাড়ি কিংবা গৃহের আড়ালও ছিলো না। রাবী বলেন, হঠাৎ উক্ত পাহাড়ের পিছন থেকে চাকের ন্যায় প্রকাশিত হয়ে আকাশের মাঝখানে এসে প্রসারিত হয়ে গেল। তারপর বৃষ্টি শুরু হয়ে গেল। রাবী বলেন, আল্লাহর কসম, এক সপ্তাহ পর্যন্ত আমরা সূর্য দেখিনি। রাবী বলেন, এরপর উক্ত ব্যক্তি পরবর্তী জুমু'আয় দরজা দিয়ে (মসজিদে) প্রবেশ করল আর রাসূলুল্লাহ্ (ﷺ) তখন লোকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে তাঁর সম্মুখে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, (প্রবল বৃষ্টির কারণে) সম্পদ রাজি ধ্বংস হয়ে গিয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে, আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের জন্য দু'আ করুন। রাসূলুল্লাহ্ দু'হাত উঠিয়ে বললেনঃ হে আল্লাহ্! আমাদের আশ-পাশে, টিলা ও পাহাড়ে বর্ষণ কর, আমাদের উপর নয়। রাবী বলেন, তারপর বৃষ্টি (সাথে সাথে) থেমে গেল আর রাসূলুল্লাহ্ (ﷺ) রোদের ভিতর দিয়ে মসজিদ থেকে বের হয়ে চললেন।
كتاب الصلاة
بَابُ الِاسْتِسْقَاءِ كَيْفَ هُوَ , وَهَلْ فِيهِ صَلَاةٌ أَمْ لَا؟
1891 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ هُوَ أَبُو بِشْرٍ الْبَغْدَادِيُّ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ , عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَمِرٍ , أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَذْكُرُ أَنَّ: رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ [ص:322] كَانَ وِجَاهَ الْمِنْبَرِ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ , فَاسْتَقْبَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا , ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ , فَادْعُ اللهَ يُغِيثنا فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ , ثُمَّ قَالَ: «اللهُمَّ اسْقِنَا» قَالَ أَنَسٌ: فَوَاللهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلَا قَزَعَةٍ , وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ. قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ , قَالَ: فَوَاللهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سَبْتًا. قَالَ: ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ النَّاسَ فَاسْتَقْبَلَهُ قَائِمًا , ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ , فَادْعُ اللهَ أَنْ يُمْسِكَهَا عَنَّا. فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ ثُمَّ قَالَ: «اللهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا , اللهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ» قَالَ: فَأَقْلَعَتْ , وَخَرَجَ يَمْشِي فِي الشَّمْسِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮৯১ | মুসলিম বাংলা