শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৮১
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৮১। আবু বাকরা (রাহঃ) ….. খালিদ ইবন আয়মন আল-মুআফারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আওয়ালী (মদীনার উঁচু এলাকা)-এর অধিবাসীরা নিজেদের গৃহে (ফরয) সালাত পড়তেন এবং (মসজিদে নববীতে এসে) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথেও তাঁরা (উক্ত সালাত) পড়তেন। রাসূলুল্লাহ্ (ﷺ) এক দিনে (ফরয) সালাত পুনরায় পড়তে তাদেরকে নিষেধ করে দেন। আমর (রাহঃ) বলেনঃ আমি এটি সাঈদ ইবন মুসাইইব (রাহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেনঃ তিনি সত্য বলেছেন।
অবশ্য এ বিষয়ে জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে এরূপ হাদীসও বর্ণিত আছে, যার মর্ম ভিন্নঃ
كتاب الصلاة
1881 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا حَبَّانُ يَعْنِي ابْنَ هِلَالٍ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا قَتَادَةُ , عَنْ عَامِرٍ الْأَحْوَلِ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ خَالِدِ بْنِ أَيْمَنَ الْمَعَافِرِيِّ , قَالَ: «كَانَ أَهْلُ الْعَوَالِي يُصَلُّونَ فِي مَنَازِلِهِمْ , وَيُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَهَاهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدُوا الصَّلَاةَ فِي يَوْمٍ مَرَّتَيْنِ» قَالَ عَمْرٌو: قَدْ ذَكَرْتُ ذَلِكَ لِسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ فَقَالَ: صَدَقَ وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ فِي هَذَا مَا يَدُلُّ عَلَى غَيْرِ هَذَا الْمَعْنَى