শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮২৫
আন্তর্জাতিক নং: ১৮২৬
আসরের পর দু’রাক’আতে
১৮২৫-১৮২৬। ইউনুস (রাহঃ).... সায়িব ইব্ন ইয়াযিদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) কে দেখেছেন যে, তিনি মুন্কাদির (রাহঃ) কে আসর পরবর্তী সালাতের কারণে প্রহার করছেন।

ইবন আবী দাউদ (রাহঃ) ......... ইবন শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1825 - مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ رَأَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَضْرِبُ الْمُنْكَدِرَ فِي الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ "

1826 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮২৫ | মুসলিম বাংলা