শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮২৩
আসরের পর দু’রাক’আতে
১৮২৩। আবু বাকরা (রাহঃ) ......... হুমরান ইব্ন আবান (রাহঃ) বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাদেরকে মুআ’বিয়া ইব্ন আবু সুফয়ান (রাযিঃ) খুতবা প্রদান করে বলেন ঃ হে লোকেরা ,তোমরা অবশ্যই এরূপ একটি সালাত পড়ছ, অথচ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাহচর্য লাভ করেছি, আমরা তাঁকে উক্ত সালাত পড়তে দেখিনি; বরং তিনি উক্ত সালাত থেকে নিষেধ করেছেন অর্থাৎ আসর পরবর্তী দু’রাক’আত।
1823 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ حُمْرَانَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ، قَالَ: ثنا حُمْرَانُ بْنُ أَبَانَ، قَالَ: " خَطَبَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ , فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلَاةً قَدْ صَحِبْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا , وَلَقَدْ نَهَى عَنْهَا , يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮২৩ | মুসলিম বাংলা