শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৯৫
আন্তর্জাতিক নং: ১৭৯৬
নামাযের অধ্যায়
আসরের পর দু’রাক’আতে
১৭৯৫-১৭৯৬। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ দু’রকা’আত (সালাত) প্রকাশ্যে এবং গোপনে রাসূলুল্লাহ (ﷺ) ছাড়েন নি। দু’রাক’আত ফজরের (সালাতের) পূর্বে এবং দু’রাক’আত আসরের পরে।

ইবন আবী দাউদ (রাহঃ) ......... শায়বানী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصلاة
1795 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا الشَّيْبَانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُهُمَا سِرًّا وَلَا عَلَانِيَةً , رَكْعَتَانِ قَبْلَ الصُّبْحِ , وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ»

1796 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، قَالَ: ثنا حَفْصٌ، عَنِ الشَّيْبَانِيِّ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৯৫ | মুসলিম বাংলা