শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৯২
ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
১৭৯২। ইব্ন মারযূক (রাহঃ) ......... আলা ইব্ন মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু ওয়ায়িল (রাহঃ) ফজরের দু’রাক’আতে (সুন্নতে) সূরা ফাতিহা এবং আয়াত পাঠ করেছেন।
1792 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيِّبِ: «أَنَّ أَبَا وَائِلٍ، قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَبِآيَةٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৯২ | মুসলিম বাংলা