আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৫০
২৬০২. সূরা দুহা
মুজাহিদ (রাহঃ) বলেন, إِذَا سَجٰى ‘‘যখন তা সমান সমান হয়’’,
মুজাহিদ (রাহঃ) ব্যতীত অন্যরা বলেন, إِذَا سَجٰى মানে যখন তা নিঝুম ও অন্ধকারাচ্ছন্ন হয়। عَآئِلًا অর্থ নিঃস্ব।
আল্লাহর বাণীঃ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى "তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং তোমার প্রতি বিরূপও হননি (৯৩ঃ ৩৩)
মুজাহিদ (রাহঃ) বলেন, إِذَا سَجٰى ‘‘যখন তা সমান সমান হয়’’,
মুজাহিদ (রাহঃ) ব্যতীত অন্যরা বলেন, إِذَا سَجٰى মানে যখন তা নিঝুম ও অন্ধকারাচ্ছন্ন হয়। عَآئِلًا অর্থ নিঃস্ব।
আল্লাহর বাণীঃ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰى "তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নি এবং তোমার প্রতি বিরূপও হননি (৯৩ঃ ৩৩)
৪৫৯১। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... জুনদুব ইবনে সুফিয়ান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, অসুস্থতার দরুন রাসূল (ﷺ) দুই বা তিন রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নি। এ সময় জনৈক মহিলা এসে বলল, হে মুহাম্মাদ! আমার মনে হয়, তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। দুই কিংবা তিনদিন যাবত তাকে আমি তোমার কাছে আসতে দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ তা‘আলা নাযিল করলেনঃ “শপথ পূর্বাহ্নের, শপথ রজনীর যখন তা নিঝুম হয়, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি এবং আপনার প্রতি বিরূপও হন নি” (৯৩ঃ ৩)।
