শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৮৭
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৮৭। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ ু পাচ
সিজ্দা (রাক'আত) এর-বিতর আদায় করতেন এবং তিনি মাঝখানে কোথাও বসতেন না, বরং পঞ্চম
রাক'আতে বৈঠক করতেন এবং এরপর সালাম ফিরাতেন।
সিজ্দা (রাক'আত) এর-বিতর আদায় করতেন এবং তিনি মাঝখানে কোথাও বসতেন না, বরং পঞ্চম
রাক'আতে বৈঠক করতেন এবং এরপর সালাম ফিরাতেন।
كتاب الصلاة
1687 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِخَمْسِ سَجَدَاتٍ وَلَا يَجْلِسُ بَيْنَهَا حَتَّى يَجْلِسَ فِي الْخَامِسَةِ ثُمَّ يُسَلِّمُ»