শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৪০
সালাতে সালাম ফরয না সুন্নত ?
১৬৪০। আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মুসল্লী যখন তার শেষ সিজ্দা থেকে মাথা উত্তোলন করবে এবং তাশাহ্হুদ পূর্ণ করবে তারপর তার উধু ভঙ্গ হয়ে যাবে তার সালাত পূর্ণ হয়ে যাবে, পুনরায় সালাত আদায় করা লাগবে না।
যাঁরা বলেন, সালাতে যতক্ষণ পর্যন্ত তাশাহ্হুদ পরিমাণ না বসবে ততক্ষণ পর্যন্ত সালাত পূর্ণ হবে না, তাঁরা দলীল হিসাবে নিম্নের হাদীস পেশ করেনঃ
যাঁরা বলেন, সালাতে যতক্ষণ পর্যন্ত তাশাহ্হুদ পরিমাণ না বসবে ততক্ষণ পর্যন্ত সালাত পূর্ণ হবে না, তাঁরা দলীল হিসাবে নিম্নের হাদীস পেশ করেনঃ
1640 - قَالَ مُعَاذٌ: فَلَقِيتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ زِيَادِ بْنِ أَنْعُمٍ , فَحَدَّثَنِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، وَبَكْرِ بْنِ سَوَادَةَ , فَقُلْتُ لَهُ: لَقِيتَهُمَا جَمِيعًا , فَقَالَ: كِلَيْهِمَا حَدَّثَنِي بِهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَفَعَ الْمُصَلِّي رَأْسَهُ مِنْ آخِرِ صَلَاتِهِ , وَقَضَى تَشَهُّدَهُ , ثُمَّ أَحْدَثَ , فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ , فَلَا يَعُودُ لَهَا» وَاحْتَجَّ الَّذِينَ قَالُوا: لَا تَتِمُّ الصَّلَاةُ حَتَّى يَقْعُدَ فِيهَا قَدْرَ التَّشَهُّدِ
