শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬২৪
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬২৪। ইবন আবু দাউদ (রাহঃ) ….. আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মক্কার এক শাসনকর্তা সালাত আদায় করেছেন, তিনি দু সালাম দিয়েছেন। ইবন মাসউদ (রাযিঃ) বললেন, কী মনে হয়, ইনি কোত্থেকে এ সুন্নত গ্রহণ করেছেন?
তাহাবী (রাহঃ) বলেনঃ আমি ইয়াহয়াহ ইবন মাঈন (রাহঃ)-এর সূত্রে ইবন আবু দাউদ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এ বিষয়ে এটি হচ্ছে - বিশুদ্ধতম রিওয়ায়াত।
তাহাবী (রাহঃ) বলেনঃ আমি ইয়াহয়াহ ইবন মাঈন (রাহঃ)-এর সূত্রে ইবন আবু দাউদ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এ বিষয়ে এটি হচ্ছে - বিশুদ্ধতম রিওয়ায়াত।
1624 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مَالِكِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّ أَمِيرًا، صَلَّى بِمَكَّةَ فَسَلَّمَ تَسْلِيمَتَيْنِ , فَقَالَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ: «أَتُرَى مِنْ أَيْنَ عَلِقَهَا» فَسَمِعْتُ ابْنَ أَبِي دَاوُدَ يَقُولُ: قَالَ يَحْيَى بْنُ مَعِينٍ: هَذَا مِنْ أَصَحِّ مَا رُوِيَ فِي هَذَا الْبَابِ
