শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬০২
আন্তর্জাতিক নং: ১৬০৩
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০২-১৬০৩। আবু বাকরা (রাযিঃ) এবং আবু উমাইয়া (রাহঃ) সূত্রে........ জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি বলেছেনঃ আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে সালাত আদায় করতাম তখন
আমাদের হাত দিয়ে (ইশারা করে) সালাম করতাম, আর বলতাম-. السلام عليكم ، السلام عليكم . তিনি বললেন- লােকদের কি হলাে, তারা যে হাতে (ইশারায়) সালাম ফিরাচ্ছে। যেন হাতগুলাে অস্থির ও দ্রুতগামী ঘােড়ার লেজের ন্যায় (নড়ছে)। তােমাদের জন্য কি যথেষ্ট নয় যে,যখন সে সালাতে বসবে তখন নিজের হাত উরুর উপর রাখবে এবং অঙ্গুলি দিয়ে ইশারা করবে আর السلام عليكم ، السلام عليكم বলবে।
1602 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ , قَالَ: ثنا مِسْعَرٌ ح

1603 - وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا يَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمْنَا بِأَيْدِينَا , قُلْنَا: السَّلَامُ عَلَيْكُمُ السَّلَامُ عَلَيْكُمْ , فَقَالَ: " مَا بَالُ أَقْوَامٍ يُسَلِّمُونَ بِأَيْدِيهِمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شَمْسٍ أَمَا يَكْفِي أَحَدَكُمْ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ وَيُشِيرَ بِأُصْبُعِهِ , وَيَقُولَ: السَّلَامُ عَلَيْكُمْ , السَّلَامُ عَلَيْكُمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬০২ | মুসলিম বাংলা