শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৯৭
আন্তর্জাতিক নং: ১৫৯৮
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৯৭-১৫৯৮। ইব্‌ন আবু দাউদ (রাহঃ).... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ মক্কার
এক আমীর (শাসনকর্তা) মক্কাতে সালাত আদায় করেছেন এবং তিনি ডানে-বামে সালাম ফিরান।
আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, কোথেকে এ সুন্নত নিয়েছেন। হাকাম রাবী বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সএরূপ করতেন।

আবু উমাইয়া (রাহঃ)..... ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
1597 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، وَمَنْصُورٌ , عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: " صَلَّى أَمِيرٌ بِمَكَّةَ , فَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ , فَقَالَ عَبْدُ اللهِ: مِنْ أَيْنَ عَلِقَهَا قَالَ الْحَكَمُ فِي حَدِيثِهِ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»

1598 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: ثنا يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৯৭ | মুসলিম বাংলা