শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫২১
আন্তর্জাতিক নং: ১৫২২
সিজদায় যেতে প্রথমে উভয় হাত না উভয় হাঁটু রাখবে
১৫২১-১৫২২। আবু বাকরা (রাহঃ) সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ বান্দাকে সাতটি
অঙ্গে সিজ্দা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, মুখমণ্ডল, দু'হাত, দু'হাঁটু ও দুপা-এর যে কোন একটি।
সিজ্দায় পতিত না হলে সালাত ত্রুটিপূর্ণ হবে ।

ইবনে মারযূক (রাহঃ)......সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ বান্দা যখন সিজদা করে সে সাতটি অঙ্গে সিজদা করে। তারপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন ।
1521 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ: «أُمِرَ الْعَبْدُ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ آرَابٍ وَجْهِهِ وَكَفَّيْهِ وَرُكْبَتَيْهِ وَقَدَمَيْهِ أَيُّهَا لَمْ يَقَعْ فَقَدِ انْتَقَصَ»

1522 - وَمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ عَنْ إِسْمَاعِيلَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ , عَنْ أَبِيهِ قَالَ: «إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ عَلَى سَبْعَةِ آرَابٍ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান