শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৩
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৮৩। সালিহ্ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ).... মুহাম্মাদ ইব্‌ন সীরীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, সাঈদ ইবনুল মুসাইয়্যাবের (রাহঃ) নিকট কুনূত সম্পর্কে ইব্‌ন উমর (রাযিঃ)-এর উক্তির উল্লেখ করা হলে তিনি বলেন : অবশ্যই ইব্‌ন উমর (রাযিঃ) নিজ পিতা উমর (রাযিঃ)-এর সাথে কুনূত পাঠ করেছেন। কিন্তু তিনি তা ভুলে গিয়েছেন।

আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন : উপরোল্লিখিত বর্ণনাগুলো উমর (রাযিঃ) থেকে বর্ণিত। আবার তাঁর থেকে এগুলোর পরিপন্থী রিওয়ায়াতও বর্ণিত হয়েছে।
1483 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، ذَكَرَ لَهُ قَوْلَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْقُنُوتِ فَقَالَ: «أَمَا إِنَّهُ قَدْ قَنَتَ مَعَ أَبِيهِ , وَلَكِنَّهُ نَسِيَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مَا ذَكَرْنَا , وَرُوِيَ عَنْهُ خِلَافَ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৮৩ | মুসলিম বাংলা