শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬১
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬১। হাসান ইব্‌ন আব্দুল্লাহ্ ইবন মনসুর আল-বালিসী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি ফজরের সালাতে তাকবীরে তাহরীমার পর কিরা'আত শেষ করে তাকবীর বলে রুকূ' করেছেন, তারপর রুকূ' থেকে মাথা উত্তোলন করে সিজদা করেছেন। তারপর দ্বিতীয় রাক'আতে দাঁড়িয়ে কিরা'আত পড়েছেন। কিরা'আত শেষে তাকবীর বলে রুকূ' করেছেন, রুকূ' থেকে মাথা উত্তোলন করার পর দু'আ করেছেন।
كتاب الصلاة
1461 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَنْصُورٍ الْبَالِسِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا أَبُو هِلَالٍ الرَّاسِبِيُّ، عَنْ حَنْظَلَةَ السَّدُوسِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الصُّبْحِ يُكَبِّرُ حَتَّى إِذَا فَرَغَ كَبَّرَ فَرَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَسَجَدَ , ثُمَّ قَامَ فِي الثَّانِيَةِ فَقَرَأَ حَتَّى إِذَا فَرَغَ كَبَّرَ فَرَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَدَعَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৬১ | মুসলিম বাংলা