শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৪৩
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৪৩। ইব্ন আবু দাউদ (রাহঃ).... আব্দুর রহমান ইবন আবু বাকার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী করীম (ﷺ) শেষ রাক্'আতের রুকূ' থেকে মাথা উত্তোলন করে বলতেন : হে আল্লাহ্! পরিত্রাণ দাও। তারপর আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন, যা আমি এই পরিচ্ছেদের সূচনায় উল্লেখ করে এসেছি। তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন : তারপর আল্লাহ্ তা'আলা “এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই" আয়াত অবতীর্ণ করেন। রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) কারো প্রতি বদ্ দু'আ করেননি।
كتاب الصلاة
1443 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ. قَالَ: «اللهُمَّ أَنْجِ» . ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ الَّذِي ذَكَرْنَاهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ , وَزَادَ " فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] قَالَ: فَمَا دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءٍ عَلَى أَحَدٍ "