আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯২৭
সূরা কিয়ামাহ
আল্লাহর বাণীঃ لا تحرك به لسانك لتعجل به "তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করবে না। (৭৫ঃ ১৬)
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, ليفجر أمامه অর্থ শীঘ্রই তওবা করব, শীঘ্রই আমল করব। لا وزر অর্থ কোন আশ্রয়স্থল নেই। سدى অর্থ নিরর্থক ও উদ্দেশ্যহীন।
আল্লাহর বাণীঃ لا تحرك به لسانك لتعجل به "তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করবে না। (৭৫ঃ ১৬)
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, ليفجر أمامه অর্থ শীঘ্রই তওবা করব, শীঘ্রই আমল করব। لا وزر অর্থ কোন আশ্রয়স্থল নেই। سدى অর্থ নিরর্থক ও উদ্দেশ্যহীন।
৪৫৬৬। হুমায়দী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর প্রতি যখন ওহী নাযিল করা হত, তখন তিনি দ্রুত তাঁর জিহ্বা নাড়তেন।
রাবী সুফিয়ান বলেন, এভাবে করার পিছনে তাঁর উদ্দেশ্য ছিল ওহী মুখস্ত করা। তারপর আল্লাহ নাযিল করলেনঃ “তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা সঞ্চালন করবেন না”
রাবী সুফিয়ান বলেন, এভাবে করার পিছনে তাঁর উদ্দেশ্য ছিল ওহী মুখস্ত করা। তারপর আল্লাহ নাযিল করলেনঃ “তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা সঞ্চালন করবেন না”
