শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৮১
আন্তর্জাতিক নং: ১৩৮২
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৮১-১৩৮২। আবু উমাইয়া (রঃ)......উম্মুল মু’মিমীন মায়মুনা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজ্দা করতেন তখন তিনি দুই হাত পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখতেন। এমনকি তাঁর পিছনে অবস্থানকারী ব্যক্তি তাঁর রগলের শুভ্রতা দেখতে পেত।

ইব্ন আবী দাউদ (রঃ) ………মায়মুনা (রাঃ) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
1381 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا كَثِيرُ بْنُ هِشَامٍ، وَأَبُو نُعَيْمٍ قَالَا: ثنا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْأَصَمِّ، عَنْ مَيْمُونَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ , جَافَى حَتَّى يَرَى مَنْ خَلْفَهُ وَضَحَ إِبْطَيْهِ»

1382 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الصَّيَّاحِ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، وَعَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْأَصَمِّ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ مَيْمُونَةَ، بِنَحْوِهِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৮১ | মুসলিম বাংলা