শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৩
আন্তর্জাতিক নং: ১৩৭৪
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৭৩-১৩৭৪। ইব্ন মারযূক (রঃ) …..আব্বাস ইব্ন সাহল (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আবু হুমায়দ (রাঃ), আবু উসায়দ (রাঃ), সাহল ইব্ন সা’দ (রাঃ) ও মুহাম্মাদ ইব্ন মাসলামা (রাঃ) প্রমুখ (সাহাবীগণ) একস্থানে একত্রিত হলেন। তাঁরা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত সম্পর্কে আলোচনা করছিলেন । আবু হুমায়দ (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি সবচেয়ে ভালো জানি। তিনি রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন রূকু করতেন তখন তকাঁর দুই হাঁটুতে তাঁর দুই হাত এমনভাবে স্থাপন করতেন, যেন হাঁটু ‍দু’টি কবজা করে ধরে আছেন।

আবু বাকরা (রাঃ)......মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন আতা (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি দশজন সাহাবীর, যাঁদের মধ্যে আবু কাতাদা (রাঃ) অন্যতম, উপস্থিতিতে আবু হুমায়দ আস্-সাঈদী (রাঃ)-কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরুপ উল্লেখ করেছেন। তাঁরা তখন সকলে বললেন “আপনি সত্য বলেছেন”।
1373 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ، قَالَ: اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ وَسَهْلُ بْنُ سَعْدٍ , وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فِيمَا يَظُنُّ ابْنُ مَرْزُوقٍ فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ إِذَا رَكَعَ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ , كَأَنَّهُ قَابِضٌ عَلَيْهِمَا»

1374 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ، فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ , فَذَكَرَ مِثْلَهُ قَالَ: فَقَالُوا جَمِيعًا «صَدَقْتَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৭৩ | মুসলিম বাংলা