শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪৬
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৪৬। ইব্ন আবী দাউদ (রঃ).......আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সালাত শুরু করতেন, রুকূ করতেন এবং সিজ্দা করতেন তখন হাত উঠাতেন।

বিশ্লেষণঃ
ইমাম আবু জা'ফর তাহাবী (রঃ) বলেনঃ একদল আলিম এ পর্যন্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন। তাঁরা সমস্ত সালাতে রুকূর সময়, রুকূ থেকে মাথা উঠাবার সময় এবং বসা থেকে কিয়ামের দিকে উঠাবার সময় হাত তোলাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগন এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেনঃ আমাদের মতে শুধুমাত্র প্রথম তাকবীরের সময় হাত উঠান বিধেয়।
তাঁরা এ বিষয় নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেছেনঃ
1346 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , وَحِينَ يَرْكَعُ , وَحِينَ يَسْجُدُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَأَوْجَبُوا الرَّفْعَ عِنْدَ الرُّكُوعِ وَعِنْدَ الرَّفْعِ مِنَ الرُّكُوعِ , وَعِنْدَ النُّهُوضِ إِلَى الْقِيَامِ مِنَ الْقُعُودِ فِي الصَّلَاةِ كُلِّهَا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا لَا نَرَى الرَّفْعَ إِلَّا فِي التَّكْبِيرَةِ الْأُولَى. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৪৬ | মুসলিম বাংলা