শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৩৭
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৩৭। ইউনুস (রঃ)......সালিম (রঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে দেখেছি, তিনি সালাত আরম্ভ করার সময় কাঁধ বরাবর হাত উঠাতেন; রুকূ করার সময় এবং তা থেকে উঠার সময়ও হাত উঠাতেন। দুই সিজ্দার মাঝে হাত উঠাতেন না।
1337 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ يَرْفَعُ يَدَيْهِ , حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَبَعْدَ مَا يَرْفَعُ وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ»
