শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২৯
আন্তর্জাতিক নং: ১৩৩০
সালাতে নিচু হওয়ার সময় তাকবীর বলা
১৩২৯-১৩৩০। ইব্ন আবী দাউদ (রাহঃ)......আব্দুর রহমান আল-আসাম্ম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ) তাকবীরকে পূর্ণরুপে বলতেন। তাঁরা যখন সিজ্দা করতেন, তা থেকে উঠতেন এবং রুকূ থেকে উঠতেন, তাকবীর বলতেন।

ইব্ন মারযূক (রাহঃ)....... আব্দুর রহমান আল-আসাম্ম (রাহঃ) থেকে বর্ণনা করেন। অতঃপর তিনি নিজস্ব ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1329 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: ثَنَى يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ سُفْيَانَ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَصَمُّ قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللهُ عَنْهُمَا يُتِمُّونَ التَّكْبِيرَ , يُكَبِّرُونَ إِذَا سَجَدُوا , وَإِذَا رَفَعُوا , وَإِذَا قَامُوا مِنَ الرَّكْعَةِ»

1330 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، وَأَبُو حُذَيْفَةَ , عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَصَمِّ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩২৯ | মুসলিম বাংলা