আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯১৯
২৫৮১. আল্লাহর বাণীঃ يوم يكشف عن ساق " স্মরণ কর, সে চরম সংকট দিনের কথা যে দিন পায়ের গোছা উন্মোচিত করা হবে। (৬৮ঃ ৪২) [১]

[১] يوم يكشف عن ساق এর শাব্দিক অর্থ হচ্ছে “হাঁটু পর্যন্ত পা উন্মোচিত হবে” এটি একটি আরবী বাগধারা । এর অর্থ হচ্ছে, (شدة الامر) চরম সংকটময় মুহূর্ত ।
৪৫৫৮। আদম (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, আমাদের প্রতিপালক যখন তাঁর কুদরতী পায়ের গোড়ালির জ্যোতি বিকীর্ণ করবেন, তখন ঈমানদার নারী ও পুরুষ সবাই তাঁকে সিজদা করবে। কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানো ও প্রচারের জন্য সিজদা করত, তারা কেবল অবশিষ্ট থাকবে। তারা সিজদা করতে ইচ্ছা করলে তাদের পৃষ্ঠদেশ একখণ্ড কাষ্ঠফলকের মত শক্ত হয়ে যাবে।[১]

[১] হাদীস শরীফে বর্ণিত আছে যে, কেয়ামতের দিন যখন আল্লাহ্ তা'আলার জ্যোতি বিকীর্ণ হবে, তখন লোক-দেখানোদেরকে সিজদা করতে বলা হবে। কিন্তু, তারা সিজদা করতে সক্ষম হবে না। (ইবন কাসীর, কাশফুল বারী)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন