শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৮০
মাগরিবের সালাতে কিরাআত
১২৮০। ফাহাদ (রাহঃ)...... যুরারা ইবন আওফা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আবু মুসা (রাযিঃ) তাঁর নিকট উমার (রাযিঃ) কর্তৃক প্রেরিত পত্র পাঠ করিয়েছেন যে, মাগরিবের সালাতে (কিসার) মুফাসসাল'-এর শেষ থেকে তিলাওয়াত করবে।
1280 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى , قَالَ: «أَقْرَأَنِي أَبُو مُوسَى كِتَابَ عُمَرَ إِلَيْهِ اقْرَأْ فِي الْمَغْرِبِ بِآخِرِ الْمُفَصَّلِ»
