শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৫
আন্তর্জাতিক নং: ১২৬৬
মাগরিবের সালাতে কিরাআত
১২৬৫-১২৬৬। আহমদ ইবন দাউদ ইবন মুসা (রাহঃ) ........ আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী (ﷺ) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম। তারপর আমাদের থেকে কেউ তীর নিক্ষেপ করত এবং সে তার তীর পতনের স্থান দেখতে পেত।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… হাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1265 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ بْنِ مُوسَى، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُحَمَّدٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَا: ثنا حَمَّادٌ، قَالَ: أنا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ يَرْمِي أَحَدُنَا , فَيَرَى مَوْضِعَ نَبْلِهِ»

1266 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৬৫ | মুসলিম বাংলা