শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩২
যুহর ও আসরের কিরাআত
১২৩২। মুহাম্মাদ ইবন বাহর ইবন মাতার বাগদাদী (রাহঃ) বর্ণনা করেন যে, ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তবে রাবী বলেছেন, আমি তা তাঁর থেকে শুনিনি, যে নবী (ﷺ) একবার যুহরের সালাতে সিজদা করেন। সাহাবাগণের মতে তিনি সূরা (হা, মীম) 'তানজীল আস্-সিজদা' তিলাওয়াত করেছিলেন।
وَأَنَّ مُحَمَّدَ بْنَ بَحْرِ بْنِ مَطَرٍ الْبَغْدَادِيَّ ,
1232 - قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا سُلَيْمَانُ التَّيْمِيُّ , عَنْ أَبِي مَخْلَدٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ: وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي صَلَاةِ الظُّهْرِ , قَالَ: فَرَآهُ أَصْحَابُهُ أَنَّهُ قَرَأَ بِتَنْزِيلِ السَّجْدَةِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৩২ | মুসলিম বাংলা