শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২২৪
যুহর ও আসরের কিরাআত
১২২৪। মুহাম্মাদ ইবন আব্দিল্লাহ্ ইবন মায়মূন বাগদাদী (রাহঃ) আব্দুল্লাহ্ ইব্‌ন আবী কাতাদা (রাহঃ) তাঁর পিতা থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, নবী (ﷺ) যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং এর সাথে (কোন) দুই সূরা পড়তেন । কখনও তিনি (জ়োরে পড়ে) আমাদেরকে কোন আয়াত শুনাতেন।
1224 - وَأَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ الْبَغْدَادِيَّ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي قَتَادَةَ , عَنْ أَبِيهِ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَسُورَتَيْنِ مَعَهَا فِي الْأُولَيَيْنِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَالْعَصْرِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২২৪ | মুসলিম বাংলা