শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৮
 নামাযের অধ্যায়
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৮৮। আবু বাকরা (রাহঃ)...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সালাতে সূরা পড়ার পূর্বে এবং পরে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়া ত্যাগ করতেন না: যদি কিনা পরে অন্য সূরা পড়তেন।
كتاب الصلاة
1188 - وَكَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّهُ كَانَ لَا يَدَعُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] قَبْلَ السُّورَةِ وَبَعْدَهَا , إِذَا قَرَأَ بِسُورَةٍ أُخْرَى فِي الصَّلَاةِ "