শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৫
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৮৫। ফাহাদ ইব্ন সুলায়মান (রাহঃ)..... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) নিজ ঘরে সালাত আদায় করতেন এবং (তাতে) পড়তেন:
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ই, যিনি দয়াময়,পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয়, যারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।
ইমাম তাবারী (রাহঃ)-এর ব্যাখ্যা
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, 'বিসমিল্লাহির রহমানির রাহীম’ সূরা ফাতিহার অংশ। সুতরাং মুসল্লীর জন্য উচিত হল সূরা ফাতিহার ন্যায় 'বিসমিল্লাহ'ও পড়বে। এই বিষয়ে তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন:
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ই, যিনি দয়াময়,পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয়, যারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।
ইমাম তাবারী (রাহঃ)-এর ব্যাখ্যা
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, 'বিসমিল্লাহির রহমানির রাহীম’ সূরা ফাতিহার অংশ। সুতরাং মুসল্লীর জন্য উচিত হল সূরা ফাতিহার ন্যায় 'বিসমিল্লাহ'ও পড়বে। এই বিষয়ে তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন:
1185 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: ثنا أَبِي، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي بَيْتِهَا , فَيَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} » قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] مِنْ فَاتِحَةِ الْكِتَابِ , وَأَنَّهُ يَنْبَغِي لِلْمُصَلِّي أَنْ يَقْرَأَ بِهَا , كَمَا يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا , بِمَا رُوِيَ عَنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
