শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৭৯
সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়?
১১৭৯। ফাহাদ (রাহঃ)..... আলকামা (রাহঃ) ও আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা শুনেছেন, উমার (রাযিঃ) উঁচু আওয়াযে তাকবীর বলেছেন এবং অনুরূপভাবে এই দু'আটি পড়েছেন যেন লোকজন এটি শিখে নেয়।

বিশ্লেষণ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং বলেছেন, এরূপভাবে মুসল্লী যখন সালাত শুরু করে তখন তার জন্য এই শব্দগুলো বলা উচিত; এতে আউযুবিল্লাহ ব্যতীত অন্যকিছু অতিরিক্ত বলবেনা, যদি সে ইমাম হয় বা একাকী সালাত আদায় করে। এইমত পোষণকারীদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহঃ) অন্যতম। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, বরং তার জন্য উচিত হল, এরপরে সেই দু'আটি অতিরিক্ত করা যা আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। এ প্রসঙ্গে তারা নিম্নোক্ত রিওয়ায়াত পেশ করেছেন :
1179 - وَكَمَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ , قَالَ: ثنا أَبِي , قَالَ: ثنا الْأَعْمَشُ , قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ , عَنْ عَلْقَمَةَ , وَالْأَسْوَدِ أَنَّهُمَا سَمِعَا عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ: كَبَّرَ , فَرَفَعَ صَوْتَهُ وَقَالَ: «مِثْلَ ذَلِكَ لِيَتَعَلَّمُوهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: هَكَذَا يَنْبَغِي لِلْمُصَلِّي إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , أَنْ يَقُولَ , وَلَا يَزِيدَ عَلَى هَذَا شَيْئًا غَيْرَ التَّعَوُّذِ , إِنْ كَانَ إِمَامًا , أَوْ مُصَلِّيًا لِنَفْسِهِ , وَمِمَّنْ قَالَ ذَلِكَ: أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: بَلْ يَنْبَغِي لَهُ أَنْ يَزِيدَ بَعْدَ هَذَا مَا قَدْ رُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১৭৯ | মুসলিম বাংলা